স্টাফ রিপোর্টার, গাজীপুর: "ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আমরা কখনো রাজপথ ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়ব না। দেশের গণতন্ত্র, মুক্ত সাংবাদিকতা ও জাতীয় ঐক্যের প্রশ্নে আমাদের অবস্থান সুদৃঢ় থাকবে।"—এ কথা বলেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
তিনি বৃহস্পতিবার (২০ মার্চ) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হলুদ সাংবাদিকতা ও অপতথ্যের বিরুদ্ধে সতর্কবার্তা "গণমাধ্যমের মর্যাদা নষ্ট করছে হলুদ সাংবাদিকতা, অপতথ্য ও তথ্য সন্ত্রাস। আজকের বিশ্বে সাংবাদিকদের দুটি বড় চ্যালেঞ্জ হলো 'ফেইক' ও 'থ্রেড' নিউজ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগোতে হলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা জরুরি।"—বলেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, যিনি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, "অর্থের প্রতি লোভ থাকলে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা সম্ভব নয়। ভয়কে জয় করার মতো সাহস না থাকলে সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না। সত্যিকারের সাংবাদিকতার জন্য সত্যকেই তুলে ধরতে হবে, মিথ্যাচারের ধারে কাছেও যাওয়া যাবে না।"
প্রধান অতিথি ওবায়দুর রহমান শাহীন বলেন, "জাতীয় ঐক্য বজায় রাখা এখন সময়ের দাবি। দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষত ভারতীয় 'র' (জঅড), রাজনৈতিক বিভাজন উসকে দিয়ে জাতীয় সংহতি নষ্ট করতে চাইছে। বিএনপি-জামায়াতের মধ্যেও কিছু অপশক্তি প্রবেশ করেছে, যা দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য হুমকি।"
তিনি বিএনপি ও জামায়াতের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যদি সত্যিই গণতন্ত্র, মুক্ত সাংবাদিকতা এবং জাতীয় সংহতির প্রতি শ্রদ্ধাশীল হন, তবে বিভেদ ভুলে ঐক্যের পথে আসুন। অন্যথায়, আমরা—সাংবাদিক সমাজ—গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে আবারও রাজপথে নামতে বাধ্য হবো। আমরা চাই না, আমাদের দেশের ইতিহাসে ৫ আগস্টের মতো আরেকটি অন্ধকার দিন ফিরে আসুক।"
"সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সত্য প্রকাশ করা। প্যারিস ও আমেরিকার যুদ্ধের অন্যতম কারণ ছিল হলুদ সাংবাদিকতা। তাই আমাদের সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। যেখানে সত্য, কল্যাণ ও মঙ্গল—সেখানেই সাংবাদিকতা।"—বলেন কাদের গনি চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ অংশে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।