মহান মে দিবস উপলক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান।
বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সিনিয়র তথ্য অফিসার মাহফুজুর রহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল, আইনুল হক, আব্দুল করিম, অনন্ত সেলিম, শাহাদত হোসেন শাহিন, রাহাতুল আলম প্রমূখ।
বক্তারা বলেন, প্রতি বছর মে দিবস আসে যায় কিন্তু মেহনতি শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। বছরের একটি মাত্র দিনে সবাই শ্রমিকের কষ্টের কথা মুখে বললেও বাস্তবে শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের জন্য কেউ কাজ করেনা। অন্য পেশার শ্রমিকদের মতই সাংবাদিকদেরও মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। দেশের অসংখ্য সাংবাদিক নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেনা। মালিকেরা ঘাম ঝরানো শ্রম দিয়ে নিলেও ঠিকমত মজুরি দেয় না। এই অবস্থার অবসান হতে হবে। মেহনতি সাংবাদিকসহ সকল শ্রমিকের শ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করতে হবে।