কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে ফুটপাতদখল মুক্ত ও যানজট নিরসন করার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুমারখালীর সচেতন মহলের আয়োজনে বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রাটি কুমারখালী পৌরসভায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। উক্ত পদযাত্রায় শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের কারণে শহরের সড়কে যানজট লেগেই থাকে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হয়। এছাড়াও সাধারণ মানুষকে নানামুখী ভোগান্তি পোহাতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, পৌর কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরও অবৈধ দোকান উচ্ছেদে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। নইলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা। পদযাত্রা শেষে কুমারখালী পৌরসভায় প্রশাসক বরারবর স্মারকলিপি প্রদান করা হয়।
কেসিসির হোল্ডিং ট্যাক্স টার্গেটের চেয়ে সাড়ে ৪ কোটি বেশি আদায়
খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) দীর্ঘ কয়েক বছর পর এবারই প্রথম গৃহকর (হোল্ডিং ট্যাক্স) আদায়ে টার্গেটপূরণে সক্ষম হয়েছে। টার্গেটের চেয়ে এবার সাড়ে চার কোটি টাকা বেশী গৃহকর আদায় করেছে কর আদায় শাখা। যা আদায়ের হার দাড়িয়েছে ১০৪.০৭%। কেসিসির প্রশাসক মো. ফিরোজ সরকারের নেতৃত্বে নিয়মিত এবং দ্রুত গৃহ মালিকদের রিভিউ আবেদন নিস্পত্তি, অনলাইনে পৌরকর পরিশোধ ও ছবিযুক্ত ভবনের বিল করা বাধ্যবাধকতার কারণে এ সফলতা এসেছে বলে কেসিসি মনে করে।
সংশ্লিষ্ট সূত্রে মতে, খুলনায় প্রায় ৭৭ হাজার হোল্ডিং-এর বিপরীতে ৯০ কোটি টাকা গৃহকর অনাদায়ী রয়েছে। কালেকটর অব ট্যাক্সেস আব্দুল মাজেদ মোল্লা বলেন, কেসিসি কর্তৃপক্ষ গৃহকর আদায়ের জন্য প্রতি বছরের ন্যায় ২০২৪-২৫ অর্থবছরের টার্গেট বেধে দেয়। এ বছর ৪৫ কোটি টাকা টার্গেট বেধে দেয়া হয়। সবার আন্তরিকতায় এবারই প্রথম তারা টার্গেটের বেশী গৃহকর আদায় করছে। এবার গৃহকর আদায় হয়েছে ৫০ কোটি ৪১ লাখ ১৮ হাজার ৭৭৪ টাকা। যা টার্গেটের চেয়ে সাড়ে ৪ কোটি ৫১ লাখ টাকা বেশী। আদায়ের হার ১০৪.০৭%। গত অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স আদায় হয় ৪৫ কোটি টাকা। গৃহকর আদায়ে অনিয়ম, ভোগান্তি দুর করার জন্য কর্তৃপক্ষ ২০২৩ সালে অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায় করার নিয়ম চালু করে। ওই বছর ২৩ এপ্রিল অনলাইনে গৃহকর দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন। যা এখন চলছে। যার সুফল গৃহকর আদায়ে দৃষ্টান্ত স্থাপন। এ কার্যক্রম আরো স্বচ্ছতা করার জন্য হোল্ডিং ট্যাক্সের সাথে ভবনের ছবি বাধ্যতামূলক করা হয়েছে।