আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে প্রায় ৬ মাস ধরে ইউএনও পদ শূন্য রয়েছে। ফলে কাক্সিক্ষত সেবা না পেয়ে সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা হলেও সহজে মিলছে না সমাধান। এ উপজেলায় ৮ ইউনিয়নে ২ লাখের অধিক মানুষের বসবাস। জনগুরুত্বপূর্ণ এ উপজেলায় দীর্ঘ দিন ধরে ইউএনও না থাকায় ব্যাহত হচ্ছে সরকারি সেবা। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, ভ্রম্যমান আদালত পরিচালনা, বিভিন্ন বিল ভাউচারসহ উপজেলার সকল কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ পদ শূন্য থাকায় এক দিনের কাজ এক মাসেও হচ্ছে না এমন অভিযোগ ভুক্তভোগীদের।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে,উপজেলায় প্রায় ৬ মাস ধরে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পদ শূন্য রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন চলতি বছরের ১ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় পদটি শূন্য হয়ে যায়। তিনি বদলি হয়ে যাবার পর ৪ মাস রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান এবং প্রায় ২ মাস সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক দায়িত্ব পালন করছেন।