ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৩লক্ষ ৮৮ হাজার টাকার মাদক আটক করেন। বড়গ্রাম বিওপি ও কাটলা বিওপি পৃথিক পৃথক অভিযান চালিয়ে ৫শত পিচ ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ও ৩২০ পিচ নেশাজাতীয় যাহার মূল্য ৮৮ হাজার টাকা। গত ২রা ডিসেম্বর ২০২৫ দাইনুর বিওপি চোরাচালান অভিযান চালিয়ে ৩শত পিচ ইনজেকশন আটক করেন। যাহার মূল্য ৪৫ হাজার টাকা। গত ২রা ডিসেম্বর ২০২৫ বিরামপুর বিশেষ ক্যাম্প ২৮৮ বোতল যৌন উত্তেজক শিরাপ আটক করেন। যাহার মূল্য ৪৩ হাজার ২শত টাকা। গত ৩রা ডিসেম্বর ২০২৫ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অব¯’ায় ২১৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বড়গ্রাম বিওপি কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৯৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,১২,০০০/- (এক লক্ষ বারো হাজার) টাকা। এই নিয়ে মোট ৩ লক্ষ ৮৮ হাজার ২শত টাকার মাদক আটক করেন।

রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ সাজিবুর রহমান (৬১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রর্‌্যাব- ১১। বুধবার গভীর রাতে উপজেলার বড়ালু পাড়াগাও এলাকা থেকে তাকে গাজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাজিবুর রহমান উপজেলার বড়ালু পাড়াগাঁও এলাকার মৃত রহমতউল্লাহ আড়ৎদারের এর ছেলে।

রেব-১১ জানায়, মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য সাজিবুর রহমান দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। বুধবার রাতে র ্যাব-১১, সিপিসি নারায়ণগঞ্জ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সাজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা অজু করে থানায় হস্তান্তর করা হয়।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩ ডিসেম্বর) রাতে কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় কাশিপুর ও অনন্তপুর বিওপির সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করেন। অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যে জানা যায় ভারতীয় মাদকদ্রব্য পাচারের একটি চালান সীমান্ত অতিক্রম করতে পারে। তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে কাশিপুর বিওপির একটি দল কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

অপরদিকে, রাত পৌনে ১টার দিকে অনন্তপুর বিওপির বিজিবি সদস্যরা আরেকটি অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে রামখানা ক্লিনিক মোড় এলাকায় টহল জোরদার করা হয়। এসময় সীমান্ত দিক থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় বহনকৃত মালামাল ফেলে যায়। পরে সেসব মালামাল তল্লাশি করে ৬৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল ইমাম মেহেদী হাসান, পিএসসি বলেন, “ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযানে উদ্ধার হওয়া ৮০০ বোতল ইস্কাফ সিরাপ ও ৬৩ পিস ভারতীয় শাড়ির সিজার মূল্য ৩ লাখ ৮৩ হাজার টাকা।” তিনি আরও জানান, ঘটনায় জড়িত চোরাকারবারীদের সনাক্ত করতে তথ্য সংগ্রহ চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।