ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আরাফাত হোসেন (২২) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বথুয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন নলডাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারের পর রবিবার দুপুরে আসামীকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।