কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, কুষ্টিয়ার মিরপুরে মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাতে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকার ছাইবাড়ীয়া বিলে এ ঘটনা ঘটে। নিহত ট্রলি চালকের নাম আব্দুল কুদ্দুস (২৮)। তিনি চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
অপরদিকে, কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রাম সংলগ্ন পদ্মা নদীর চর এলাকায় বজ্রপাতে জহুরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। তিনি একই গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে নিজের রোপণ করা ধান পলিথিন দিয়ে ঢাকতে যান জহুরুল। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।