মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : দুই শতবছর পুরান রামচন্দ্রপুর বাজারের ১ কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নানা শ্রেণি-পেশার তিন উপজেলা লাখো মানুষ। ওই বাজারের রাস্তাতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানালেও টনক নড়ছে না বলে অভিযোগ ব্যাবসারিক ও এলাকাবাসী।
সরজমিন খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলা দুইশত বছরের পুরনো রামচন্দ্রপুর বাজার রয়েছে একটি নৌবন্দর ও বাস টার্মিনাল। রামচন্দ্রপুর বাজার পাওয়া যায়, কাঠ বাজার, নৌকা বাজার, বিশাল মাছ বাজার, কাঁচা বাজার, কামার পট্টি, কুমার পট্টি, মনোহারী পট্টি,শুকটি পট্টি, টিক্কা বাজার, কুমার পট্টি, ফার্নিচার পট্টি, মিঠাই পট্টিসহ অলিগলি আরও বিভিন্ন পট্টি রয়েছে। বাজারের উত্তর, পূর্ব ও দক্ষিন ৫শ’ গজের মধ্যে রয়েছে, কলেজ, বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা রয়েছে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংক। রামচন্দ্রপুর বাজারের পশ্চিম দিকে তিতাস নদীতে পশ্চিম পাশে হোমনা উপজেলা, উত্তর পশ্চিম পাশে ব্রাক্ষণবাড়ীয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ও উত্তর পাশে রয়েছে নবীনগর উপজেলা লাখো মানুষ প্রতি মঙ্গলবার ঐতিহ্যেবাহী রামচন্দ্রপুর বাজার সাপ্তাহিক হাটে নৌপথে ও স্থল পথে আসেন বাজার করে নিয়ে গিয়ে গ্রাম ও মহল্লার দোকানের মালামাল বিক্রি জন্য নিয়ে যায় রামচন্দ্রপুর বাজার থেকে। রামচন্দ্রপুর বাজার ভীতরে রাস্তা বেহাল দশার অচল অবস্থা মানুষ। টাক্ট্রর, সিএনজি ও অটোরিকশা চাকা নস্ট হয়ে পরে থাকে এতে যানজট ভোগান্তি পরছে মানুষ।
ব্যাবসায়ীরা জানান, রামচন্দ্রপুর বাজার ৬ শত বিভিন্ন পন্যের বড় বড় হোলসেলার দোকান রয়েছে। রাস্তায় নোংরা পানি জমে থাকায় কারণে আমাদের দোকানের কাস্টমার কমে গেছে। এতে করে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। রামচন্দ্রপুর বাজার প্রবেশ পথ আমিননগর মোড়ে, লঞ্চ টার্মিনালের দক্ষিণ পাশে চাউল,বাজার, বাজারের ব্রীজের উত্তর পাশে ব্যাংকের সামনে বড় বড় গর্ত রয়েছে। এসব গর্তে পড়ে টাক্টরের চাকা নষ্ট হয়ে পড়ে রয়েছে।
ইউপির সদস্য সাদেক হোসেন ও আবদুল মোমেন বলেন, বর্ষাকালে রামচন্দ্রপুর বাজারে রাস্তায় খানাখন্দের গর্ত ও কর্দমাক্ত হয়ে যায়। প্রতিদিন বৃষ্টিতেই কাদা হওয়ায় দুর্ভোগ বাড়ে চলাচলকারীদের। স্কুল-কলেজ-মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা পড়েন বিড়ম্বনায়। বড় বড় গর্ত আর রাস্তায় পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই পথচারীদের। এমন অবস্থায় অনেক রাস্তায় বন্ধ হয়ে গেছে ভ্যান ও ইজিবাইক চলাচল যানজটে। কোথাও ইট সরে সৃষ্টি হয়েছে গর্ত। কোথাও আবার পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল রহমান বলেন, রামচন্দ্রপুর বাজারের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। আমি ওই বাজারে যাব। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।