বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল জলিল গত ১১ অক্টোবর, শনিবার রাত ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম মোহাম্মদ আবদুল জলিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রকৌশলী মোহাম্মদ আবদুল জলিল ১৯৭০ সালে সাবেক ঢাকা বিদ্যুৎ সরবরাহে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি একজন দক্ষ প্রকৌশলী হিসেবে সুপরিচিত ছিলেন। চাকরিজীবনে তিনি বৃহত্তর ঢাকা বিদ্যুৎ বিতরণ প্রকল্প এবং প্রধান প্রকৌশলী হিসেবে বিতরণ অঞ্চল রংপুর, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ও পিএন্ডডি এর মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হন। সর্বশেষ প্রধান প্রকৌশলী পিএন্ডডি হিসেবে তিনি ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। প্রকৌশলী মোহাম্মদ আবদুল জলিল পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

উত্তরা ১৪ নং সেক্টরের বড় মসজিদে বাদ যোহর মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।