চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি আগে থেকেই ডায়াবেটিস ও নিউমোনিয়ায় ভুগছিলেন বলে জানা গেছে। এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে তিনজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
গত সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মুজিবুর রহমান (৫৫) নামের এক রোগী মৃত্যুবরণ করেন। তিনি নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার বাসিন্দা। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, মুজিবুর রহমান ডায়াবেটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ফুসফুসে সংক্রমণ বাড়তে থাকলে মারাত্মক শ্বাসকষ্ট দেখা দেয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে।
জেলায় চলতি জুন মাস থেকে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এ সময় থেকে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯ জন। যাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী। মৃতদের মধ্যে ৪ জন নগরীর এবং বাকি ৫ জন জেলার বাইরে থেকে চিকিৎসা নিতে আসা রোগী।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীর তিনজন বাসিন্দার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
চলতি জুনে সংক্রমণ শুরু হওয়ার পর এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে। তাদের মধ্যে ১৯৫ জন নগরবাসী এবং ২২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, বৃষ্টিজনিত আবহাওয়া, মৌসুমি রোগ বৃদ্ধি এবং জনসচেতনতার অভাবের কারণে করোনার সংক্রমণ আবারও বাড়ছে। জনসাধারণকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।