তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কিশোরগঞ্জ-আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। তিনি বিদেশগামী কর্মীদের তিনদিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তিনি চলমান বিভিন্ন কোর্সে কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।