রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে শিক্ষা ব্যবস্থার অগ্রগতির লক্ষে মানসম্মত শিক্ষার মাধ্যমে একটি দক্ষ, আধুনিক, বিজ্ঞান ও প্রযুক্তিগত উপকরণ সমৃদ্ধ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রচেষ্টায় এক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। গত ৬ ডিসেম্বর সকালে “আলেকজান্ডার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজ” গোড়াপত্তন বিষয়ে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ মোসলেহ উদ্দিন।

সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ কাস্টম এন্ড ভ্যাট সহকারী রাজস্ব কর্মকর্তা এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এসএম জোবায়ের তালুকদার। একটি যুগোপযোগী সামগ্রিক ভাবে সমৃদ্ধ বিদ্যালয় প্রতিষ্ঠা ক্ষেত্রে সহযোগিতা ও পরামর্শ দিয়ে আলোচনায় অংশ নেন আ স ম আবদুর রব সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ মোশাররফ হোসেন, হাজিরহাট উপকুল সরকারি কলেজ অবঃ সহকারী অধ্যাপক মোঃ ফখরুল ইসলাম মিহির, আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম ফিরোজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুদ জাহান, আলেকজান্ডার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রাধান শিক্ষক মুহা: কামাল উদ্দিন, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোমিন উল্যাহ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তালুকদার, ডাঃ তছলিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল হক, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং সামাজিক নেতৃবৃন্দ পরামর্শ উপস্থাপন করেন।

সভাপতি ডাঃ মোঃ মোসলেহ উদ্দিন সভায় বলেন একটি আধুনিক উন্নত প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা খুবই জরুরি আজ আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা একটি প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিয়েছি আপনাদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা আমাদের পথচলা অনেকদুর এগিয়ে নিবে।