জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত ধর্ম, বর্ণ, গোত্র, মত, পথ নির্বিশেষে সবাইকে নিয়েই দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবার সঙ্গে মিলেমিশে চলা আমাদের ঐতিহাসিক ঐতিহ্য। আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করি না। ৫ আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে সবধর্মের মানুষের অংশগ্রহণ ফ্যাসিস্টের পতন ত্বরান্বিত করেছে। সনাতন ধর্মাবলম্বী ভাইদের আসন্ন রথযাত্রায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। যে কোন মানুষের ধর্মীয় অনুষ্ঠান পালন তাদের নাগরিক অধিকার। এই অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি গত সোমবার রাতে রথযাত্রা উপলক্ষে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দের সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মাচারী, ইসকন কেন্দ্রীয় সদস্য যুবরাজ গোপ, সিলেট বিভাগীয় সদস্য পরমেশ^র কৃষ্ণ দাস, পান্তব গোবিন্দ দাস, বলদেব কৃপা দাস, বুদ্ধি গৌরা দাস, ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা সভাপতি গোবিন্দ শ্যাম পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিজয়কৃষ্ণ বিশ^াস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব প্রমুখ।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বলেন, আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ায় সিলেট জামায়াত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সিলেটের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন, সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট অঞ্চল টীমের সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।