দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, স্বনির্ভরতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে ২২টি দুস্থ পরিবারের মাঝে ৪৪টি ছাগলসহ বিভিন্ন খামারি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা: জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনীসহ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন, দারিদ্র্য বিমোচন এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা: জান্নাতুল ফেরদৌস বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগল পালন উপযোগী গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে এই সামান্য উপহার দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাড়িয়ে অংশীদার হতে পারাটাই আমাদের বড় সাফল্য। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ উন্নয়নধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মতামত ব্যক্ত করেন।