বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জামাল উদ্দিনের ভাই কবির আলম (৪৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৩ ই মার্চ রাত সাড়ে নয়টায় ঢাকা ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। মরহুম স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য মরহুমের পিতা এবং মাতা জীবিত রয়েছেন। মরহুমের গ্রামের বাড়িতে তার ভাই মোঃ জামাল উদ্দীনের ইমামতিতে জানাযা এবং স্থানীয় শ্রীরামপুর গোরস্তানে দাফন সম্পন্ন হয়। জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাজবাড়ী সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইয়েদ আহাম্মদ, ঢাকা মহানগরীর উত্তরখান পূর্ব শাখার আমীর ইসরাইল হোসেন, দক্ষিন খান আমীর আবু সাঈদ শাহ নেওয়াজ, উত্তরা পূর্ব শাখার আমীর মাহফুজুর রহমান, বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য রাজবাড়ী জেলা আমীর এ্যাড. নুরুল ইসলাম সহ আরও অনেকে।