শহীদ আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া-বেড়া উপজেলা জামায়াতের উদ্যোগে আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ মাহফিলকে কেন্দ্র করে সাঁথিয়া-বেড়া পাবনার সর্বত্র চলছে ব্যাপক আয়োজন। এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে জাতীয়, স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ পাশাপাশি পাবনাসহ সাঁথিয়া বেড়া অঞ্চলের সকল জনসাধারণ। এ অঞ্চলের মানুষের মুখেমুখে এখন নিজামী সাহেব এর মৃত্যুবার্ষিকী এবং তার ষড়যন্ত্রমূলক হত্যার বিচারের দাবি। ইতোমধ্যে স্থানীয়ভাবে একটি মামলা হয়েছে বেড়া থানায়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়ভাবে আলোচনা পর্যালোচনা চলছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্থানীয় জনসাধারণকে উপস্থিত থেকে মাহফিলকে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন বেড়া ও সাঁথিয়া জামায়াতের আমীর যথাক্রমে মাওলানা আতাউর রহমান, মাওলানা মোখলেছুর রহমান। বর্তমানে দুই উপজেলার সর্বত্র হাট, বাজার গঞ্জে আলোচিত হচ্ছে এ মাহফিল এবং এ মাহফিলকে কেন্দ্র করে মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, কারণ ইতোমধ্যেই ব্যারিস্টার মোমেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া-বেড়া আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার বিচারকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক আলোচনা।