হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : দীর্ঘ ২৫ বছর পর কিশোরগঞ্জের হোসেনপুর প্রেসক্লাবের ২৫ সদস্য কার্যকরী সদস্য ঘঠিত হয়েছে। দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক অধ্যাপক জাহাঙ্গীর আলম সভাপতি ও মশিউর রহমান চন্দন দৈনিক সকালের শিরোনাম কে সাধারন সম্পাদক এবং সাংবাদিক মানছুরুল হক রবিন কে সিনিয়র সহ-সভাপতি করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সহ সভাপতি হন মোঃ মশিউর রহমান সুমন দৈনিক যুগান্তর , মোস্তাক আহেম্মদ ডালিম সিএন বাংলা টিভি, মোঃ আতাহার আলী মৃর্ধা দৈনিক আজকের খবর, সহসাধারন সম্পাদক হন দৈনিক সংগ্রামের সাংবাদিক মোঃ শামছুল হক, সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশ বুলেটিনের নাজমুল ফয়েজ টুটুল, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ কারার, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম সাপ্তাহিক সোনার বাংলা, সদস্য রাইসুল ইসলাম, দৈনিক কিশোরগঞ্জ, শাহিন আহেম্মদ দৈনিক জনতা।