মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ন্তি গ্রামের বকুল দেবনাথ এর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গত সোমবার মধ্যরাতে ঘরে আগুন লেগে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে মঙ্গলবার দেখা করতে যান মৌলভীবাজার-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক জেলা আমীর জননেতা আব্দুল মান্নান। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শুকনো খাবার ও আর্থিকভাবে সহযোগিতা করেন। দেশ ও প্রবাসীদেরকে অনুরোধ করেন উক্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান ঘরের সকল আসবাবপত্র ও ঘরে থাকা প্রায় ৫ লক্ষাধিক টাকা পুড়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি ইসমাইল আলী, কামালপুর ইউনিয়নের সভাপতি খালেদ সাইফুল্লাহ সহ আরো অনেক জামায়াত নেতৃবৃন্দ।