নেত্রকোণা সংবাদদাতা : সুদীর্ঘ সময় ধরে উদ্যোগের অভাবে পানি প্রবাহ হ্রাস, মৎস্য বৈচিত্র্যের ঘাটতির পাশাপাশি সংকীর্ণ হয়ে আসা ধলাই নদীর প্রাণ ফেরানোর এ শুভযাত্রার সূচনা করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। সম্প্রতি নেত্রকোণা পৌরসভার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ধলাই নদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হয়। এসময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার ।

স্বেচ্ছাসেবক ও গণমান্যদের সহযোগিতায় কচুরিপানা অপসারণ, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং নদী পাড়ের আগাছা পরিষ্কার করা হয়।

এসময় জেলা প্রশাসক মইনপুরে অবস্থিত দুতী বাঁশের ব্রীজ পরিদর্শন করেন এবং বাঁশের ব্রীজগুলো সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে পাকা ব্রীজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।