আজ ২৪ সেপ্টেম্বর উপমহাদেশের প্রখ্যাত আলেম, বাংলার প্রথম স্বাধীনতাকামী রাজবন্দী (জাতীয় সংসদে স্বীকৃত) এবং একাধারে তিন দশক ধরে নির্বাচিত এম.এল.এ ও এম.এন.এ হযরত মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রাহঃ) এর ৩৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর শতাধিক বছর বয়সে তিনি ময়মনসিংহ শহরের ৯০ নং ব্রাহ্মপল্লীস্থ নিজ বাসভবনে ইন্তিকাল করেন। জ্ঞানতাপস মাওলানা শামছুল হুদা পাঁচবাগী আজীবন শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য অত্যাচারী জমিদার ও সরকারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করে গেছেন।
হযরত মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (রাহঃ) ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচবাগ, গফরগাঁও, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাইকবিহীন কুরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া মাতৃভাষা পরিষদ, আবু সাঈদ চৌধুরী স্মৃতি পরিষদ, বুদ্ধিজীবি সংসদ, মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ সমিতি, জাতীয় হোমিও মেডিকেল পরিষদ ও উলফত রানা যাদুঘর পৃথক পৃথক স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে। প্রেস বিজ্ঞপ্তি।