আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : আনোয়ারা উপজেলার দুধকুমড়া দারুসসুন্না মাদরাসার বার্ষিক সভা উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পের আয়োজন করেছে আনোয়ারা উপজেলা ছাত্রশিবির। সম্প্রতি বারশত ইউনিয়নের দুধকুমড়া মাদরাসার পাশে অনুষ্ঠিত এ ক্যাম্পে স্থানীয়দের রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়। ফ্রি ব্লাড ক্যাম্পটি পরিদর্শন করেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী। পরিদর্শনকালে তিনি ছাত্রশিবিরের উদ্যোগের প্রশংসা করে বলেন, ছাত্রশিবির দেশের জন্য রহমতস্বরূপ সংগঠন। দুর্যোগকালীন সময় ও জাতীয় সংকটে সংগঠনটি সবসময় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। মানবিক ও সামাজিক কর্মকা-ে ছাত্রশিবিরের ভূমিকা অনন্য। দেশের ছাত্রসমাজকে মানবিক ও নৈতিকভাবে গড়ে তুলতে তারা ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মিজানুল করিম শিহাব, জামায়াত নেতা আব্দুস সবুর, আব্দুর রহিম, ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল সালাহউদ্দিন ও কামরুল হাসান সিফাতসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। ব্লাড ক্যাম্প পরিদর্শন শেষে অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী দুধকুমড়া দারুসসুন্না মাদরাসার বার্ষিক সভায় যোগ দেন। সেখানে তিনি মাদরাসার পরিচালক মাওলানা সলিমুল্লাহর সাথে কুশল বিনিময় করেন এবং পরে স্থানীয়দের সঙ্গে গণসংযোগ করেন।
গ্রাম-গঞ্জ-শহর
ফ্রি ব্লাড ক্যাম্প পরিদর্শন করলেন চট্টগ্রাম-১৩ আসনের জামায়াত প্রার্থী মাহমুদুল হাছান চৌধুরী
আনোয়ারা উপজেলার দুধকুমড়া দারুসসুন্না মাদরাসার বার্ষিক সভা উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পের আয়োজন করেছে আনোয়ারা উপজেলা ছাত্রশিবির।