আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে গত ১১ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা-ঢাকা মহা সড়কে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর একটি সেকশন, আমতলী থানা পুলিশের চারজন সদস্যসহ যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়।

এ সময়ে চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। চেকপোস্টে মোটর সাইকেল ১৫৩টি, বাস ৩২টি, প্রাইভেট কার ১৬টি, ট্রাক ১৯টি, মাইক্রোবাস ১৭টি, সিএনজি ২টি, মাহিন্দ্রা ৪টি তে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে ৪টি মামলার বিপরীতে এগারো ১১৫০০/ (হাজার পাঁচশত) টাকা জরিমানা এবং বৈধ কাগজপত্র না থাকায় ২টি মোটর সাইকেল জব্দ করে আমতলী থানায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, উক্ত চেকপোস্ট চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।