লালমনিরহাট সদর থানা পুলিশের অভিযানে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সংগঠনের মালমাল সহ ৩ জন ডাকাত কে গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নি.) মো. জুয়েল চৌধুরী, সঙ্গীয় অফিসারসহ রোববার ৫ অক্টোবর রাত ১ টার দিকে লালমনিরহাট সদর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ মৌজাস্থ সোনার দিঘীর পাড় নামক স্থানে কাচা রাস্তার উপর হতে ডাকাতির প্রস্তুতিকালে আসামীদের গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত পালিয়ে যাইতে সক্ষম হয়। ধৃত আসামীদের নিকট হইতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার হাতল যুক্ত লাল রংয়ের বোল্ট কাঁটার মেশিন, একটি লাল সবুজ রংয়ের গামছা, একটি লোহার পাইপ, একটি বড় সাদা কস্টেপ, একটি কাঠের হাতল যুক্ত ছোরা, একটি কাঠের হাতল যুক্ত হাসুয়া, ৪টি নাইলনের রশি, একটি আকাশী রংয়ের আইটেল বাটন ফোন, একটি সবুজ রংয়ের পুরাতন ব্যবহৃত ব্যাটারী চালিত অটো মিশুক রিক্সা, একটি নীল রংয়ের ০৬ চাকা বিশিষ্ট পুরাতন ব্যবহৃত পিকাপ উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে দায়ের করা। লালমনিরহাট সদর থানার মামলা নং-১১, জিআর নং-৫৯১, তারিখ- ০৫ অক্টোবর, ২০২৫, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৮৬০;রুজু করা হয়েছে বলে সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী ও তদন্ত (ওসি) বাদল মন্ডল নিশ্চিত করেছে।