“এসো দেশ বদলাই ও পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে রাজবাড়ীতে উদ্যোক্তা সমাবেশ ও উদ্যোক্তা মেলার আয়োজন করে। গতকাল ৩০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে উদ্যোক্তা সমাবেশ এবং অফিসার্স ক্লাবে উদ্যোক্তা মেলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শংকর চন্দ্র বৈদ্য, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস। উদ্যোক্তাদের মধ্য থেকে মোঃ জসিম উদ্দিন, মোঃ মিজানুর রহমান মিলন, রাজিয়া সুলতানা সহ কয়েকজন তাদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শোনান, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন। সরকারি প্রণোদনা বাড়ানোর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের অনুরোধ করেন।
জেলা প্রশাসক তাদেরকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আজমীর হোসেন।