গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে সংঘটিত এক নাটকীয় ডাকাতির ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়েছে।
শ্রীপুর উপজেলার মাওনা-সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর বাজারসংলগ্ন মাজার এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন ডাকাত দলের সদস্য মো. আরিফ হোসেন (২২), তিনি কুমিল্লা জেলার হাবিবুর রহমানের ছেলে। অপরজন অটোরিকশাচালক আবুল কালাম (৪০), শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজি চালক এবং ঘটনার সময় ওই সড়ক হয়ে মাওনার দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী পিকআপচালক মো. শফিকুল ইসলাম জানান, তিনি এমসি বাজার থেকে বরমীর দিকে যাওয়ার পথে সাতখামাইর মাজার এলাকায় গাছ ফেলে রাখা অবস্থায় ৬-৭ জনের একদল ডাকাত তার গাড়ি থামিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। একই সময় অন্য যানবাহনেও ডাকাতি চলছিল।
এ সময় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় ডাকাত দলের সদস্য আরিফ হোসেন গুরুতর আহত হন। ডাকাতদলের সদস্যরা ক্ষিপ্ত হয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক আবুল কালামকে কুপিয়ে আহত করে।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের প্রতিরোধ করে। খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে চার ডাকাতকে আটক করে। পরে আহত আরিফ হোসেন ও আবুল কালামকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাকাত সদস্য আরিফকে মৃত ঘোষণা করেন।
আবুল কালামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, তবে পথে তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিক জানান, এ ঘটনায় একজন ডাকাত সদস্য এবং অটোরিকশাচালক নিহত হয়েছেন। চার ডাকাতকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।