শহিদুল ইসলাম, সাতকানিয়া থেকে: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে উক্ত সড়কটিকে চার লেনে উত্তীর্ণ করার দাবীতে সাতকানিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটার সময় সাতকানিয়ার ব্যবসায়িক প্রাণকেন্দ্র কেরানিহাটে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ জাকারিয়া,চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী,সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী,সাঙ্গু সাংগঠনিক থানা জামায়তের আমীর মাস্টার সিরাজুল ইসলাম,সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছ,কেরানিহাট শহর শাঁখা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক,কেওচিয়া ইউনিয়নের আমীর মাস্টার নুর হোসাইন,বাজালিয়ার আমীর মাসুকুর রহমান,ঢেমশা জামায়াতের সভাপতি নাজিম উদ্দিন,শ্রমিক নেতা ফোরকান আজাদ ও জামায়াত নেতা জাহেদ হোসাইন। এছাড়াও জামায়াত ইসলামীর বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলগণ উক্ত মানববন্ধনে অংশ নেন। প্রধান অতিথি আনোয়ার উল আলম চৌধুরী তার বক্তব্যে বলেন,চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এটি অবহেলিত থেকে গেছে।সড়কটি ও অপ্রশস্ত,আঁকাবাঁকা ও একাধিক স্থানে ঢালু হওয়ার কারণে প্রতি বৎসরে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়ে মূল্যবান প্রাণহানীর ঘটনা ঘটছে।এটি থেকে উত্তরণের জন্য অনতিবিলম্বে এই সড়কটিকে ছয় লেন না হলেও চার লেনে
উন্নীত করা প্রয়োজন। প্রসঙ্গত, প্রতিদিনই এই সড়কের কোন না কোন স্থানে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়ে মূল্যবান প্রানহানীর ঘটনা ঘটছে। সর্বশেষ বুধবার সকালে লোহাগাড়া জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়ে নারী শিশুসহ ১০ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে সড়কটিতে দুর্ঘটনা রোধকল্পে সড়কটিকে ছয় লেনে উন্নীত করার দাবী নিয়ে মাঠে নামলো জামায়াতে ইসলামী।