‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের জয়দেবপুর সড়কে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেমন পাক হানাদারদের বিরুদ্ধে আমরা বিজয় অর্জন করেছিলাম, ঠিক তেমনি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদ,আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধেও আমরা বিজয় ছিনিয়ে এনেছি। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এই বিজয় ছিল আরেকটি মাইলফলক। দেশের ওপর যেন আর কোনো অপশক্তি চেপে বসতে না পারে—এ জন্য দেশপ্রেমিক নাগরিকদের সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “এই গ্রাফিতি কর্মসূচি শুধু শিল্প নয়, এটি একটি প্রতিবাদের ভাষা, প্রতিরোধের প্রকাশ, এবং শহরের দেয়ালে দেয়ালে আমাদের দাবি ও চেতনার ছাপ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিরণ, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম শামীম এবং কাশিমপুর থানা যুবদলের সদস্য সচিব কে এম হাফিজুর রহমান।

গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে রাজনৈতিক ইতিহাস, আন্দোলনের দৃশ্যপট, গণজাগরণ এবং শহীদের স্মৃতি ফুটিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মহানগরজুড়ে পর্যায়ক্রমে এই কর্মসূচি বিস্তৃত করার ঘোষণা দেন নেতারা।

এই ব্যতিক্রমধর্মী কর্মসূচিকে ঘিরে স্থানীয় তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা গেছে।