বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর সদর উপজেলা শাখা প্রবীণ রুকন ও সদর পূর্বের সাবেক আমীর, হরিণাকান্দা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক (৯৫) অসুস্থতা জনিত কারণে ৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্তিকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এক ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে পগছেন। মরহুমের জানাযা নামায গতকাল শুক্রবার বাদ জুমা হরিণাকান্দা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযা-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জামালপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজুল হক, জামায়াতের জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, হরিণাকান্দা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক মাওলানা ইদ্রিস , প্রধান শিক্ষক আব্দুল আহাদ, ঝাওলা গোপালপুর কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিসের জেলা সভাপতি মোজাম্মেল হক , সদর উপজেলা আমীর হাফেজ শরিফুল ইসলাম।
তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।
শোকবাণীতে জেলা আমীর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করুন ও জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন আমীন।