শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : দীর্ঘ দুই দশক ধরে বেদখলে থাকা গাজীপুরের শ্রীপুর উপজেলার ১০ একর বনভূমি অবশেষে উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত জমির বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। জমিটি উদ্ধারের পর সেখানে বিভিন্ন প্রজাতির গাছের ১০ হাজার চারা রোপণ করা হয়েছে। বন বিভাগের ঢাকা রেঞ্জের আওতাধীন শ্রীপুর রেঞ্জের তত্ত্বাবধানে সম্প্রতি দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর বিটের নেহালিয়া গ্রামে অবস্থিত জমিটি দখলমুক্ত করে বনায়নের আওতায় আনা হয়।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর উদ্ধার বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে স্থানীয় ব্যক্তি সাহাব উদ্দিন মোড়ল-উক্ত জমির মালিকানা দাবি করে রেকর্ড সংশোধনের মামলা করেন। দীর্ঘ প্রায় ২০ বছর আইনি প্রক্রিয়া চলার পর আদালত বন বিভাগের পক্ষেই রায় দেন। এরপরই জমি উদ্ধারপূর্বক বনায়ন কার্যক্রম শুর” করে বিভাগটি।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোখলেসুর রহমান বলেন, “আদালতের রায়ের ভিত্তিতে আমরা জমির দখল বুঝে নিই। এরপরই সেখানে বনায়নের কাজ শুর” করা হয়। ইতোমধ্যে ১০ হাজারের বেশি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে মেহগনি, বহেরা, সোনালু, চিকরাশি, আশফল ও লটকন।” উদ্ধার অভিযানে অংশ নেয় শতাধিক বনকর্মী।