দিনব্যাপী জনসংযোগ শেষে শুক্রবার (১৭ অক্টোবর)বিকেলে শিববাড়ি মোড়ে গাজীপুর-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ হোসেন আলীর পক্ষে ২৬নং ওয়ার্ডের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। ২৬নং ওয়ার্ডের আমির খালেদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূরা ও কর্মপরিষদের সদস্যসহ প্রায় অর্ধ সহস্রাধিক স্থানীয় জনগণ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ২ আসনের এমপি প্রার্থী মোঃ হোসেন আলী। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জনগণ যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেন, তবে আমি গাজীপুরকে দুর্নীতিমুক্ত, খুন-খারাবিমুক্ত এবং মাদকমুক্ত একটি শান্তির নগরীতে রূপান্তর করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা চাই গাজীপুরের প্রতিটি পরিবারে নিরাপত্তা, শিক্ষায় আলোকিত পরিবেশ এবং অর্থনৈতিক স্বনির্ভরতা প্রতিষ্ঠা হোক। আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবার জন্য। এই শহরের মাটি ও মানুষের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক, তাই আপনাদের পাশে থেকে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাই।

সভায় বক্তারা বলেন, জননেতা হোসেন আলী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাঁর নেতৃত্বে গাজীপুরে ন্যায়ের সমাজ ও জনকল্যাণভিত্তিক রাজনীতির নতুন অধ্যায় সূচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।