দিনাজপুর অফিস : জুলাই-আগস্ট বিপ্লবের যোদ্ধাদের স্মরণীয় রাখতে প্রকাশিত বইয়ের একটি সেট নিহত রুদ্র সেনের পরিবারের নিকট হস্তান্তর করেছে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী। গতকাল দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রুদ্র সেনের দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ বাসভবনে উপস্থিত হয়ে এই বই হস্তান্তর করেন। এ সময় জামায়াত নেতৃবৃন্দ রুদ্র সেনের বাবা-মাসহ পরিবারের খোঁজ-খবর নেন। সেখানে কিছু সময় অতিবাহিত করেন নেতৃবৃন্দ। পরে রুদ্র সেনের মায়ের হাতে জুলাই বিপ্লবের ঘটনা নিয়ে রচিত বইগুলো উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর আমীর সিরাজুস সালেহীন, আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল সাদাকাত আলী খান, দিনাজপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পরিচালক এএসএম ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রুদ্র সেন কোটাবিরোধী আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন। ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগ একত্রিত হয়ে নিরীহ ছাত্রজনতার ওপর পরিকল্পিতভাবে হামলা করে। এই আক্রমণের শিকার হয়ে অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ ও আঘাতপ্রাপ্ত হয়ে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করে। তখন রুদ্র সেন আসামীদের ধাওয়া খেয়ে আহত অবস্থায় সুরমা ও বাগবাড়ী এতিম স্কুলের রাস্তার সংযোগস্থলে স্রোত প্রবাহিত গভীর খালে পড়ে যায়। তার সঙ্গে থাকা বন্ধুরা খাল পারাপারে সক্ষম হয়। কিন্তু রুদ্র এদিনের আন্দোলনে হাত-পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় ও সাঁতার না জানায় নিমিষেই পানিতে ডুবে যান ও শেষ নিশ্বাস ত্যাগ করেন।