রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘অবৈধ’ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন স্থানীরা। বুধবার সকালে তারা রুয়েটের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন। এই অবরোধ চলাকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও অযোগ্যদের নিয়োগ বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, রুয়েটে প্রভাব খাটিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও কিছু ব্যক্তিকে চাকরি দেয়া হয়েছে। বিক্ষোভের ফলে মহাসড়কে যান চলাচলে বিঘœ ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পরে প্রশাসনের অনুরোধে এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। এ ঘটনায় রুয়েট ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাঘায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা : রাজশাহীর বাঘা উপজেলায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু-ছাগলের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রাখা হয় বাড়ির পাশের আমবাগানে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাদেক ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং পেটে ছুরিকাঘাতে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। হত্যাকা-ের পর সাদেকের সৎ ভাই কামাল হোসেন পলাতক রয়েছেন, তার মোবাইলও বন্ধ। প্রাথমিকভাবে তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য কামালের স্ত্রী, ছেলে এবং সাদেকের এক বোনকে থানায় নেয়া হয়েছে।