স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)-এর কোষাধ্যক্ষ এস এম হাবিবুর রহমান হাবিবের পিতা আলহাজ্ব মোঃ জালাল উদ্দীন বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর। তিনি চার ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার দুপুর সোয়া ২টায় গাজীপুর সদর উপজেলার বারিয়া ইউনিয়নের দড়িবলধা পাড়াগাঁও ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আলহাজ্ব মোঃ জালাল উদ্দীনের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর মোঃ হোসেন আলী, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত আল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।