বাংলাদেশে জার্মান বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষালাভকারী প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালুমনি অ্যাসোসিয়েশন অব জার্মান ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ (এএজিইউবি) এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার-কে। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির ঈদ পুনর্মিলনী।
রবিবার(২৩ জুন) রাতে ঢাকার মোহাখালীস্থ ব্র্যাক সেন্টারে এ বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএজিইউবি-এর সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন খান।
বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশে কর্মরত অবস্থায় আমি এখানকার মানুষের আন্তরিকতা, শিক্ষা-সংস্কৃতির অগ্রগতি এবং জার্মান-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে অ্যালুমনিদের ভূমিকা দেখে মুগ্ধ হয়েছি। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে—এই বিশ্বাস নিয়ে আমি বিদায় নিচ্ছি।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অ্যালুমনি সদস্যরা—বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানীরা—এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। তাঁরা তাঁদের শিক্ষা ও কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আনুষ্ঠানিকতা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী এবং নৈশভোজের মাধ্যমে অতিথিদের মাঝে এক বন্ধন ও মিলনের উষ্ণ আবহ সৃষ্টি হয়।
এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা ও সংস্কৃতিভিত্তিক জার্মান-বাংলাদেশ বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে এএজিইউবি।