রাজধানী ঢাকার আকাশে বৈরী আবহাওয়ার কারণে চারটি যাত্রীবাহী ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে। ঘন মেঘ, বজ্রপাত ও বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির কারণে এসব ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। গতকাল শনিবার বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রথমে বিকেল ৪টা ৩২ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট ৪৪৬ চট্টগ্রামে অবতরণ করে। এর পরপরই, বিকেল ৪টা ৩৩ মিনিটে, শারজাহ থেকে ঢাকামুখী এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ৫১৪ (বিমান মডেল: এয়ারবাস-৩২১) চট্টগ্রামে পৌঁছায়।
পরবর্তীতে বিকেল ৪টা ৪৭ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-১৬৪ (বিমান মডেল: এটিআর-৭২) এবং বিকেল ৫টা ১৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকাগামী ইউএস-বাংলার আরেকটি ফ্লাইট বিএস-১৮৮ (বিমান মডেল: এটিআর-৭২) চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।
শাহ আমানত বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ঢাকায় বৈরী আবহাওয়ার কারণে পাইলটরা যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় চট্টগ্রামকে বিকল্প অবতরণস্থল হিসেবে বেছে নেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটগুলো পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার আকাশে ঘন মেঘ, ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যায়। এতে ঢাকায় ফ্লাইট অবতরণে জটিলতা দেখা দেয়।
ফ্লাইট পরিবর্তনের কারণে যাত্রীদের মধ্যে কিছুটা অসুবিধা তৈরি হলেও চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো পুনরায় তাদের নির্ধারিত গন্তব্যে উড়াল দেবে।