গাইবান্ধা সংবাদদাতা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫ টি আসনে দাড়িপাল্লা মার্কার পাশাপাশি গণভোটে হ্যা ভোট দেওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর ও গাইবান্ধা সদর ২ আসনের ১০ দলীয় মনোনীত প্রার্থী আব্দুল করিম সরকার। তিনি আরো বলেন, যেখানে জামায়াতে ইসলামীর প্রার্থী নেই সেখানে ১০ দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এসময় তিনি আরো জানান, আগামী দিনে মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে, দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে রায় দিবে। আগামী নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থেকে সরকার গঠন করবে বলে আশাবাদী তিনি গতকাল বুধবার ২১ জানুয়ারি প্রতিক বরাদ্দ পাওয়ার পর গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, গাইবান্ধা ১ আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা ৩ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা ৪ আসনের প্রার্থী সাবেক জেলা আমীর জননেতা ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা ৫ আসনের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার।

নোয়াখালী : ‘জুলাই শহীদ’ মামুনের কবর জিয়ারতের মাধ্যমে নোয়াখালী-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমীর ইসহাক খন্দকার তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি জেলা শহরের মুক্তিযুদ্ধ মুক্তমঞ্চ থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। এসময় দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

গণসংযোগকালে কর্মী-সমর্থক তাঁর সাথে যোগ দেন। তিনি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সাথে হাত নেড়ে কুশল বিনিময় করেন।

শহরের কর্মসূচি শেষে তিনি সদর উপজেলার দত্তেরহাট ও সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেন।

জামালপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি মেলান্দহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে জামায়াত অফিস কার্যালয় সংলগ্ন শ্যামপুর রোডে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওঃ মো.মুজিবুর রহমান আজাদী, পৌর আমীর শরাফত আলী ফারাজীসহ ১০দলীয় নেতৃবৃন্দ।

অপর দিকে বিকেল সাড়ে ৪টায় জামালপুর-৩, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে একটি গণ মিছিল বের হয়।

ছবি ক্যাপশনঃ বৃহস্পতিবার জামায়াতের উদ্যোগে গণ মিছিলের নেতৃত্ব দেন জামালপুর -৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান আজাদী।

টাঙ্গাইল : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বাসাইল প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেন।

এসময় তিনি বলেন, ‘১০ দলীয় জোটের পক্ষ থেকে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আমি সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে বাসাইল-সখীপুরসহ দেশ ও প্রবাসী ভাই-বোনদের কাছে দোয়া চাই। আমি ১০ দলীয় জোটের প্রতীকে আপনাদের মূল্যাবান ভোট প্রত্যাশা করছি।’

সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফরিদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ, উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সিয়াম হোসেনসহ অন্যরা।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে ১০ দলীয় ঐক্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) ও জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম এর সমর্থনে নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ৩ টার উপজেলা জামায়াতের আয়োজনে ভূরুঙ্গামারী সরকারি পাইলট সরকারি উ”চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন প্রমুখ।

কোটচাঁদপুর ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানের নেতৃত্বে দাঁড়িপাল্লার মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই। এছাড়াও অংশগ্রহণ করেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, মাওলানা মতিউর রহমান খান, পৌর গণমানুষের নেতা শরিফুল ইসলাম, মাস্টার মশিউর রহমান, মাস্টার রেজাউল হোসেন।

ডিমলা (নীলফামারী): বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন মসজিদের পাশ ঘেঁষে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বিজয় চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, “ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের রায় নিয়ে সংসদে যেতে চাই।”

ছাতক (সুনামগঞ্জ): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২২ জানুয়ারী) বাদ আছর মিছিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শাহ আলম। সমাবেশটি সঞ্চালনা করেন ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আবু তাহের মোহাম্মদ আব্দুস সালাম আল-মাদানী। তিনি বলেন, সম্মানিত ছাতক–দোয়ারাবাজারবাসী, আজ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আপনারা আমরা পরিবর্তনের পক্ষে। আমরা জুলুম, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি ও লুটপাটের বাংলাদেশ চাই না।

আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি ব্রীজ সংলগ্ন বাস স্ট্যান্ড চত্বরে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক ও সহসেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান এর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

লালপুর (নাটোর): নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে লালপুর সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে উপজেলার রামকৃষ্ণপুর চিনিবটতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে লালপুর সদর ইউনিয়ন জামায়াতের শাখা আমির কামরুজ্জামান চঞ্চলের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, লালপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল এর নেতৃত্বে দাঁড়িপাল্লার প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২২ (জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় উপজেলার আরামনগর বাজার মন্ডল চৌরাস্তা মোড়ে অবস্থিত জামায়াতে ইসলামীর সরিষাবাড়ী উপজেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি আরামনগর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিমলা বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার লোকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীতে কুড়িগ্রাম-৪( রৌমারী —চিলমারী- রাজিবপুর) আসনের জামায়াতের প্রার্থী আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার যাদুরচরের মোহাম্মদিয়া হাসপাতালের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হক ও ইনসাফভিত্তিক সমাজ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু,ও নিরপেক্ষ করনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম-৪ আসনের মিডিয়া উইং সানাউল্লাহর সঞ্চালনায় আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা আমির হায়দার আলী সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রৌমারী সরকারি কলেজ, জামাতের উপজেলা সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, রৌমারী সদর ইউনিয়নের জামায়াত সভাপতি শহীদ মাসুউদ, রৌমারী-রাজিপুর উপজেলার সব প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

তিতাস (কুমিল্লা) : কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে ১০ দলীয় জোটের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকালে উপজেলা সদর কড়িকান্দি বাজার জামায়াতের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ১০ দলীয় জোটের নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

তারা বলেন, দেশের বর্তমান সংকটময় অবস্থা থেকে উত্তরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নেতারা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

কোটালীপাড়া (গোপালগঞ্জ): নির্বাচিত হলে গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) মানুষের ওপর মামলা বাণিজ্যের মাধ্যমে যে হয়রানি চলছে, তা সর্বপ্রথম বন্ধ করা হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন ১০ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল আজিজ মাক্কী।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল আজিজ মাক্কী বলেন, জনগণ যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে খেদমতের সুযোগ দেন, তাহলে প্রথম কাজ হিসেবে এই অঞ্চলের মানুষের ওপর চলমান অত্যাচার, জুলুম, নির্যাতন ও মামলা বাণিজ্যের মাধ্যমে হয়রানি বন্ধ করবো। একই সঙ্গে কোনো ধরনের টেন্ডার বাণিজ্য হতে দেওয়া হবে না। যুবসমাজ যেন নৈতিক অবক্ষয়ের শিকার না হয়, সে লক্ষ্যে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আপনারা ভোটের মাধ্যমে এই এলাকা থেকে প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠান। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি—এবার অন্তত যাচাই-বাছাইয়ের জন্য হলেও একবার আমাদের সুযোগ দিন। রিকশা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবার জন্য আমাকে জাতীয় সংসদে পাঠান।

কালিগঞ্জ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ– আশাশুনি) আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব মুহাদ্দিস রবিউল বাশার হুজুর কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মিনাজকাটি নিবাসী মরহুম আলহাজ্ব শওকত আলী মোড়ল সাহেবের কবর জিয়ারত করেছেন। গত বুধবার (২১ জানুয়ারি) যোহর নামাজ শেষে তিনি মিনাজকাটি কবরস্থানে উপস্থিত হয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফার, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মো. আনারুল ইসলাম, রতনপুর ইউনিয়ন জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন,ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আলী ও সেক্রেটারি হাফেজ আহমেদ শাহ মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : যশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রশীদ আহমাদ বলেছেন, আমি নির্বাচিত হলে মণিরামপুর পৌরশহরের প্রধান সমস্যা স্থায়ীভাবে ও ভবদহ অঞ্চলের মানুষের দূর্ভোগ স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করবো। এছাড়া চাঁদাবাজ মুক্ত, মাদক ও দূর্নীতি রোধে উন্নত মণিরামপুর গড়তে যা যা করার সবই করার আশ^াস দেন তিনি।

গত মঙ্গলবার ২০ জানুয়ারি) বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশীদ আহমাদ এসময় আরো বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করা হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী হবে।

বোদা (পঞ্চগড়) : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাতে বোদা পৌর সদরের নিজ বাসভবনে আয়োজিত এ সভায় উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় তিনি এলাকার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দলটি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবা নিশ্চিত, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান, বোদা-দেবীগঞ্জের জীবনযাত্রার মান উন্নয়ন এবং রাস্তাঘাটসহ মৌলিক উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করা হবে। নারী ও তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখার ঘোষণা দেন।

নেত্রকোনা সংবাদদাতা : বাংলাদেশের সীমান্তবর্তী দু’টি উপজেলা নিয়ে ১৫৭, নেত্রকোণা-১ সংসদীয় আসনটি গঠিত। সীমান্তবর্তী একালা হওয়ায় চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস সহ অসংখ্য অপরাধীদের দৌরাত্ম্যে এটি অন্যতম ঝুঁকিপূর্ণ একটি আসন। এই আসনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দ্বারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ দিলেও দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিকারের আশ্বস্ত করেও কার্যত: তেমন কোন ভূমিকা নিচ্ছেন না। এমনকি উনার প্রশাসনিক ভবনের আশেপাশেও বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল-এর নির্বাচনী পোস্টার অপসারিত হয়নি। তবে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অনেকটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আসছিলেন বলে সাধারণ ভোটাররা মনে করেন। গত ১৭ জানুয়ারী কলমাকান্দার লেংগুড়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালানাকালে ম্যাজিস্ট্রেট “পারভেজ ভূঁইয়া” নামে স্থানীয় এক ব্যক্তিকে সরকারী জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে গ্রেপ্তার করেন।