খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের গাজী নাসির উদ্দিন মাহমুদ (৬৫)। তাবলীগের এক চিল্লার উদ্দেশ্যে ৪২ দিন পূর্বে স্থানীয় কয়েকজন মুসল্লির সাথে বাড়ি থেকে রওনা দেন। শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলের কয়েকটি মসজিদে তাবলীগের সাথীদের সাথে ৪১ দিনের চেল্লা শেষ করে মঙ্গলবার (১১ মার্চ) গাজীপুর জেলার টঙ্গী ইজতেমার মাঠে আসেন। ঐদিন রাতে সেহেরী খেয়ে বাইরে যাচ্ছি বলে ইজতেমা থেকে বের হন। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত ০১৭১১-৯৬৪৫৮৫ মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ নিয়ে চরম উদ্বেগ এবং উৎকণ্ঠে দিন কাটাচ্ছেন গাজী নাসির উদ্দিনের পরিবার। গাজী নাসির উদ্দিন মাহমুদের বড় ছেলে গাজী আলী বাকের প্রিন্স বলেন, "বুধবার (১২মার্চ) যোহরবাদ আব্বুর সঙ্গে এলাকার যে সকল মুসল্লী একসঙ্গে ৪১ দিনে চিল্লায় গিয়েছিলেন। তারা বাড়ি ফিরলেও আব্বু বাড়ি না ফেরায় আমাদের পরিবারের সবাই খুবই উদ্বিগ্ন। দুপুর থেকে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি। কোন অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারে এই ভেবে টঙ্গী এলাকার বিভিন্ন হাসপাতাল এবং থানায় খবর নিয়েছি। কোথাও কোন খোঁজ পেলাম না। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি জিডি এন্টি করেছি। এ ব্যাপারে কেউ কোনো সন্ধান পেলে ০১৭৩৭-০০৫২৪১ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজের বড় ছেলে গাজী আলী বাকের প্রিন্স।
গ্রাম-গঞ্জ-শহর
টঙ্গী ইজতেমার মাঠ থেকে নিখোঁজ খুলনার নাসির উদ্দিন
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের গাজী নাসির উদ্দিন মাহমুদ (৬৫)। তাবলীগের এক চিল্লার উদ্দেশ্যে ৪২ দিন পূর্বে স্থানীয় কয়েকজন মুসল্লির সাথে বাড়ি থেকে রওনা দেন। শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলের কয়েকটি মসজিদে
Printed Edition
