মোংলা সংবাদদাতা : বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী সচেতন যুব সমাজের উদ্যোগে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (১ নবেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা পাখিমারা কাঠের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে রাখে স্থানীয়রা। পরে মোংলা চটেরহাট পুলিশ ক্যাম্পের সহায়তায় ঘটনাস্থল থেকে থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি মোঃ ময়েন উদ্দিন মল্লিক (৪২)। তিনি সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসহাক মল্লিকের ছেলে। এই বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।” তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন যুবসমাজ বলছে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে মাদক ব্যবসার বিস্তার কমবে এবং তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করা সম্ভব হবে।