গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে উত্তাল হয়ে উঠেছে টঙ্গী ও আশপাশের এলাকা। সকাল ৮টার পর থেকেই বিএনপি, জামায়াত ও বিভিন্ন নাগরিক সংগঠনের নেতাকর্মীরা টঙ্গীর গাজীপুরা থেকে আব্দুল্লাহপুর ব্রিজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

হঠাৎ করে মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গাজীপুর থেকে রাজধানীমুখী পরিবহন ও যাত্রীদের দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে পড়তে হয়। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা “গাজীপুর-৬ আসন ফেরত দাও" স্লোগান দিতে থাকেন, ফলে পুরো টঙ্গী-গাছা অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্ত টঙ্গীবাসীর ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছে।চ্ তারা জানান, এই আসন শুধু রাজনৈতিক সীমা নয়—এটি টঙ্গী, গাছা ও পূবাইলের মানুষের পরিচয় ও মর্যাদার প্রতীক।

আজকের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর ৬ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ডা. হাফিজুর রহমান,

শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সালাহউদ্দিন সরকার,মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাটসহ স্থানীয় নেতারা।

বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্ত গাজীপুরবাসীর প্রতি অবিচার। এটি পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে, চলবেও।

জামায়াত নেতা ডা. হাফিজুর রহমান বলেন, গাজীপুর-৬ আসন টঙ্গীবাসীর আত্মমর্যাদার প্রশ্ন। আদালত ও নির্বাচন কমিশন উভয়ই সাংবিধানিক প্রতিষ্ঠান—তবে আমরা আশা করি সংবিধানের সীমারেখার মধ্যেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গী ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

অন্যদিকে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে রয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। বাণিজ্যিক এলাকা ও স্কুল-কলেজগুলোতেও পড়েছে এর প্রভাব। বিশ্লেষকরা মনে করছেন, গাজীপুর-৬ আসনকে ঘিরে চলমান আন্দোলন আইনি প্রক্রিয়ার পাশাপাশি এখন রাজনৈতিক বাস্তবতায় নতুন রূপ নিচ্ছে।