রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামে দুই কিলোমিটার রাস্তায় মাটি ভরাট করে দিলেন স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা।
অন্নদানগর ইউনিয়নের জামায়াতের সভাপতি মোঃ রাইসুল ইসলাম বলেন, আমরা অন্নদানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জগজীবন গ্রামের দুই কিলোমিটার রাস্তায় মাটি ভরাট করে দিয়েছি।
তিনি সময় বলেন, রাস্তার পাশে দুই কিলোমিটার রাস্তা প্রায় ১৫ ফিট গভীর একটি গর্ত হয়েছিল দুই বছর আগে। এর ফলে এই রাস্তা দিয়ে মানুষ সঠিকভাবে চলাচল করতে পারছিলেন না। এমতাবস্থায় আমরা শুক্রবার স্থানীয় জামায়াত নেতা-কর্মীদের সহযোগিতা নিয়ে রাস্তাটি মেরামত করি। এর ফলে সকল ধরনের যানবাহন সহজেই চলাচল করতে পারবে।
রাস্তায় মাটি ভরাট করার কাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্নদানগর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রাইসুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারি দেওয়ান ইউনুস আলী, ৯ নং ওয়ার্ড সভাপতি রাজু মিয়া, ৬ নং ওয়ার্ড সভাপতি মাস্টার শফিকুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মী।