নাটোর সংবাদদাতা : নাটোরেও সারা দেশের ন্যায় বাংলাদেশ স্কাউটস-এর কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নাটোর শহরের মহারাজা জে. এন. স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সদর উপজেলা স্কাউটস এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী, বাংলাদেশ স্কাউটস এর নাটোর জেলা সম্পাদক গোলাম মহিউদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল হাকিম ও সদর উপজেলা সম্পাদক সিরাজ উদ্দীন। দিনব্যাপী এই আয়োজনে স্কাউটস সদস্যদের অংশগ্রহণে নানা কর্মসূচি ও ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা এডিপির সহায়তায় স্কাউট কার্যক্রম বেগবান করতে ড্রামসেট ও স্বাস্থ্যসেবা কিট বিতরণ করা হয়। বিকেলে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

নীলফামারী

নীলফামারীতে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব কার্নিভালের উদ্বোধন করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল, সহকারী শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানি, বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, সদর উপজেলার সাধারণ সম্পাদক মশিউর রহমান, কমিশানার বদরুন্নাহার, সহকারী কমিশনার আব্দুল আলীম লিমন প্রমুখ।

বাগমারা (রাজশাহী)

বাংলাদেশ স্কাউটস বাগমারা উপজেলা শাখার উদ্যোগে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। কাচারীকোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনছুর রহমান, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস এলিচ প্রমুখ।

পরে প্রধান অতিথি স্কাউটসের বিভিন্ন কার্যক্রম ও স্টল পরিদর্শন করেন।

মতলব উত্তর (চাঁদপুর)

‘সদা প্রস্তুত এর জন্য যথাসাধ্য চেষ্টা করা’ এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং মতলব উত্তর উপজেলা স্কাউটসের আয়োজনে এই উৎসবটি অনুষ্ঠিত হয়।

কাব স্কাউটদের সৃজনশীলতা, দলগত চেতনা ও সাধ্য চেষ্টা করা নৈতিক মূল্যবোধ বিকাশে দিনটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন হয়ে বিকেল ৪টায় সমাপ্ত হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ৬টি স্টেশনে স্কাউটের প্রোগ্রাম বিভাগ কর্তৃক নির্ধারিত তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছুঁড়া, মাছ শিকার, আইন নৃত্য, রিং ছোড়া এছাড়া দলগত খেলাধুলা, স্কাউট প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট কুমিল্লা

বাংলাদেশ স্কাউটস কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে কাপ কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা পরিষদ মাঠ ও হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাপ কার্নিভালে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ’ ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য, রিং ছোড়াসহ বিভিন্ন ইভেন্টে নানান রকম সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন। এছাড়া রাজার সাজে কাপ কার্নিভালে অংশগ্রহণ করেন স্কাউটস নাঙ্গলকোট শাখা কমিশনার তাজুল ইসলাম মিলন। একই দিন বিকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।