বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৩জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড রায়পুর কুস্তা (ফুলবাড়ি মাঠে) ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত অনুষ্ঠানে আন্ষ্ঠুানিকভাবে তারা জামায়াতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহ-সেক্রেটারি মো: মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার কর্ম পরিষদের সদস্য আব্দুল মোমিন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলার আমীর মাওলানা মো: আব্দুর রহমান, সেক্রেটারি মো: গোলাম রব্বানী, নন্দীগ্রাম উপজেলার নায়েবে আমীর মো: আনোয়ারুল হক বিএসসি, সাবেক উপজেলা চেয়ারম্যান, নুরুল ইসলাম মন্ডল, কর্ম পরিষদের সদস্য, আবু আইয়ুব সাঈদী, কর্ম পরিষদের সদস্য শেখ সাদী, নন্দীগ্রাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বোরহান উদ্দিন, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।