পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যোগে আজ শনিবার ফাউন্ডেশন এর জেলা কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উপপরিচালক মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে ও হিসাব রক্ষক মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ ইসমাইল হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন ও প্রবীণ সাংবাদিক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম।
এতে আরো আলোচনা করেন,ফালাহিয়া (অনার্স) কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি, মাওলানা শাহ মোহাম্মদ ইয়াসিন, নোয়াপুর জামে মসজিদের খতিব, হাফেজ আবু বকর সিদ্দিক। দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের খতিব মুফতি মোয়াজ্জেম হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানব ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা)। তিনি ছিলেন মানবজাতির জন্য আল্লাহর রহমত স্বরূপ তিনি তাঁর অনুপম চারিত্রিক মাধুর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করেছিলেন। আল্লাহ তায়ালা নিজেই বলেছেন যে, রাসূল (সা) হচ্ছেন সর্বোত্তম আদর্শের সর্বৎকৃষ্ট নমুনা। সরকারি কমিশনার(ভূমি)বলেন,আমরা যদি রাসুল(স)এর প্রদর্শিত পথে চলতে পারি, তাঁর আদর্শকে ধারণ লালন ও পালন করতে পারি তাহলে ইহকালে শান্তি ও পরোকালে মুক্তি লাভ সম্ভব।
সভাপতির বক্তব্যে ইফা ডিডি বলেন,প্রিয় নবীজি (স) মানবজাতির জন্য হেদায়াত ও কল্যাণের বার্তা নিয়ে দুনিয়ায় আগমন করেছিলেন।আজ আমরা তাঁর আদর্শ থেকে দূরে সরে যাবার কারনে এত অশান্তি।
আলোচনা শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।