জামালপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জামালপুর -০১( দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী বলেছেন জামায়াত আগামী ফেব্রুয়ারির ঘোষিত নির্বাচনের জন্যে প্রস্তুত, জনগণ চাইলে সরকার গঠনের মাধ্যমে ঘুষ, দুর্নীতি ও বৈষম্য মুক্ত দেশ গড়তেও অঙ্গিকারাবদ্ধ। একবার জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে পরীক্ষা করুন। তিনি ২৯ সেপ্টেম্বর ‘২৫ সোমবার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে গনসংযোগ শেষে ডিগ্রিরচর বাজারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পাররামরামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাসউদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা তালুকদার ও উপজেলা সেক্রেটারি কাজী আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিকাদুল ইসলাম, সদ্য জামায়াতে যোগদান কারী সাবেক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আল আমিন মাহবুব আলী, স্থানীয় জামায়াত নেতা হুমায়ুন কবীর প্রমুখ বক্তৃতা করেন। প্রধান অতিথি নাজমুল হক সাঈদী আরো বলেন জামায়াত ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে প্রস্তুত কিন্তু বিএনপি এ জন্যে রেডি কি-না স্পষ্ট নয়। সম্প্রতি বিএনপির মহাসচিব নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে . আনতে হবে বলে ‘ভারতীয় ভাষায়’ যে নিন্দনীয় কথা বলেছেন তা নির্বাচন পেছানোর চক্রান্ত বলে মনে হয়! তিনি আরও বলেন পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশে নির্বাচন তো দুরের কথা তাদের খুন, গুম ও গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের অস্তিত্বের স্বীকৃতি দিতেও রাজি নয়। তাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলেরও রাজনৈতিক অধিকার দেশবাসী মেনে নেবেনা বলে তিনি মন্তব্য করেন। তিনি অবিলম্বে জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে তার আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ জামায়াত ঘোষিত জনগণের ৫ দফা দাবি মেনে নিতে ও সরকারের প্রতি আহবান জানান।
তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন আজ ঘুষ দুর্নীতি বন্ধ করে বৈষম্য মুক্ত ইনসাফ পুর্ন দেশ গঠনে টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া সারা দেশের মানুষ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার সমর্থনে ঐক্যবদ্ধ। দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ এলাকার সর্বস্তরের মানুষকেও ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াত কে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়ার অনুরোধ করেন। তিনি বলেন আপনারা জামায়াত কে রাষ্ট্রীয় দায়িত্ব দিন আমরা আপনাদেরকে দুর্নীতি মুক্ত ন্যয় ও ইনসাফ পুর্ন দেশ উপহার দেবো ইনশাআল্লাহ। এর আগে নাজমুল হক সাঈদী কুমড়া কান্দি, বানিয়া পাড়া, ডাকরা গ্রাম, তারটিয়া, মোয়ামারি, চেংঠিমারী, ডিগ্রির চর বাজার সহ পাররামরামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ করেন এ সময় বিভিন্ন ওঠান বৈঠক ও মত বিনিময় সভায় তিনি একই ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষে জনগণের সমর্থন কামনা করেন।