গাজীপুরের ঐতিহাসিক বেলাই বিলে পিকনিকে এসে নিখোঁজের দুই দিন পর মানিক রোজারিও (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল মেট্রো থানার শিকলিয়া শ্মশানপাড় সংলগ্ন বিলে লাশটি ভেসে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত মানিক রোজারিও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের মৃত আগস্টিন রোজারিওর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মানিক রোজারিও বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্বামী নিখোঁজের পর তার স্ত্রী লিমা রোজারিও রোববার কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৭৫৯, তারিখ: ১৪ সেপ্টেম্বর) করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুবাইল মেট্রো থানার অফিসার ইনচার্জ, এস এম আমিরুল ইসলাম জানান, নিখোঁজ মানিক দুই দিন আগে ১৫–২০ জন সঙ্গীসহ বেলাই বিলে পিকনিকে অংশ নেন। পিকনিক চলাকালে অতিরিক্ত মদ্যপানের পর নাচানাচির এক পর্যায়ে তিনি বিলে পড়ে যান। তখন সঙ্গীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। সোমবার সকালে শিকলিয়া এলাকায় ভেসে ওঠা লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঘটনার পর থেকে নিহতের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে