সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী আওনা ইউনিয়ন শাখা’র উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় স্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি, জামালপুর ৪ সরিষাবাড়ী আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব এডভোকেট মাওলানা মোঃ আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, উপজেলা আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আওনা ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলাম বিএসসি, সেক্রেটারি আহনাফ হাসান বাপ্পি ও স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গাছ আমাদের পরিবেশের অন্যতম উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনস্বার্থে সামাজিক কাজের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করছে।”