স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুর সদর উপজেলার বিলাশপুর মাছবাজার এলাকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা ফারজানা জেসমিন তন্নী। তিনি এই হামলার জন্য উত্তর বিলাশপুর এলাকার শ্রী অসিত সাহার নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করে বলেন, তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভূক্তভুগি ফারজানা জেসমিন তন্নী বলেন, গত ৩ মে, অসিত সাহার নেতৃত্বে ৭০-৮৩ জনের একটি সন্ত্রাসী দল তাদের বৈধ মালিকানাধীন জমিতে অবস্থিত বাসা ও দোকানে হামলা চালায়, যার ফলে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। এ সময় ভাড়াটিয়াদের মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়তে বলা হয়। একইসাথে হামলাকারীরা তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

বাড়িঘর ধ্বংস-1

তিনি অভিযোগ করে বলেন, তাদের বিরুদ্ধে এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে শ্রী অসিত সাহা হাইকোর্টে “সিভিল রিভিশন ১৬৬৭/২০১০” দায়ের করে পরাজিত হন এবং তার করা নামজারির আবেদন (নং ৭৩২/১৭-১৮) সহকারী কমিশনার (ভূমি), গাজীপুর কর্তৃক ১৪/১০/২০২৩ তারিখে বাতিল ঘোষণা করা হয়।

বাড়িঘর ধ্বংস-গাজীপুর

তার পিতা দেলোয়ার হোসেন মৃত্যুর আগে বৈধভাবে নামজারি সম্পন্ন করেন (দলিল নং ১১৩১/১০-১১, তারিখ ২৭/১০/২০১০)। তিনি মৃত্যুবরণ করার পর তার স্ত্রী ও সন্তানরা আইনানুগভাবে জমির মালিকানা ভোগ করছেন। বর্তমানে উক্ত সম্পত্তি সংক্রান্ত একটি “চিরস্থায়ী নিষেধাজ্ঞা” মামলা (মোকদ্দমা নং ১৯৩/২৪) গাজীপুরের অতিরিক্ত সহকারী জজ আদালতে বিচারাধীন।

তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (৮ মে দুপুরে) পুনরায় একই কায়দায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়িঘর গুড়িয়ে দেয়। এসময় আতঙ্কে বাসিন্দারা ঘর ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ না আসায় সন্ত্রাসীরা নির্বিঘ্নে তাণ্ডব চালায় বলে অভিযোগ করেন তিনি।

ফারজানা জেসমিন তন্নী এ ঘটনার পর গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও তিনি হতাশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সদর থানার ওসি এবং জয়দেবপুর বাজার কমিটির কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসাথে তিনি সংবাদকর্মীদের মাধ্যমে এই অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলার অনুরোধ করেন।