কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: দেশের উত্তরাঞ্চলের ১০টি জেলায় কাচা চামড়ার বাজারে মন্দা দেখা দিয়েছে। এ অঞ্চলের সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় প্রতিদিন যে বিপুল পরিমাণ গরু, মহিষ ও ছাগলের চামড়ার মজুদ হয় সে অনুপাতে ক্রেতা নেই। অনেক ব্যবসায়ী ক্রয়কৃত চামড়া সময় মতো বিক্রি করতে পারছে না। এর ফলে প্রচুর পরিমাণ কাঁচা চামড়ার রক্ষণাবেক্ষণের অভাবে গুণগত মানের অবনতি ঘটছে। আর এ কারণে ক্ষুদ চামড়া ব্যবসায়ীরা উৎসাহ হারিয়ে ফেলেছে চামড়া ব্যবসায়ীর মোঃ শাহজালালের সাথে আলাপ করে জানা গেছে, গতবছর প্রকারভেদে প্রতিটি গরুর চামড়া ৮শ’ টাকা থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়েছে। আর বর্তমানে প্রতিটি গরুর চামড়া ৪শ’ থেকে ৫শ’ টাকায়, মহিষের চামড়া ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকায় এবং ছাগলের চামড়া ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে চামড়ার দাম দিন দিন কমে যাওয়ায় ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা নগদ দামে চামড়া কিনে তা লবণ মাখানোর পর বড় মহাজনের কাছে সরবরাহ করেও দাম পাচ্ছে না। ফলে তারা টাকার অভাবে কসাইদের কাছ থেকে চামড়া কিনতে পারছে না। যারা কিনছে তারা সংরক্ষণের অভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। বর্তমানে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সরকারী বেসরকারী উদ্যোগে ট্যানারী স্থাপন জরুরী হয়ে পড়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
গ্রাম-গঞ্জ-শহর
উত্তরাঞ্চলের ১০টি জেলায় চামড়ার বাজার মন্দা
দেশের উত্তরাঞ্চলের ১০টি জেলায় কাচা চামড়ার বাজারে মন্দা দেখা দিয়েছে। এ অঞ্চলের সিরাজগঞ্জ