নরসিংদী সংবাদদাতা : নরসিংদী রায়পুরা থেকে ২টি একনলা বন্দুক, ১ টি দেশীয় ওয়ান শুটার গানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্র ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বৃহস্পতিবার রায়পুরা উপজেলারর চরাঞ্চল শ্রীনগর এলাকা থেকে এসকল অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় । এরসাথে জড়িত কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী মো. জালাল মিয়া (৬৫) ও তার ছেলে শুটার ইকবাল ওরফে মো. আকরাম হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। এ ব্যপারে গতকাল বৃহস্পতিবার রায়পুরা থানা প্রাঙ্গনে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আবু বকর সিদ্দীক পিএসসি।
তিনি জানায়, গত বুধবার সকালে রায়পুরা আর্মি ক্যাম্প, রায়পুরা থানার পুলিশের যৌথ টিম ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানাসহ রায়পুরার চরাঞ্চলের ইউনিয়নগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা শ্রীনগরের গোপীনাথপুর গ্রামের নওয়াবপুর, সায়দাবাদ ও পাড়াতলী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মো. জালাল মিয়া ও তার ছেলে শীর্ষ সন্ত্রাসী মো. আকরাম হোসেনকে গ্রেপ্তার করেন।
অভিযানকালে বাঁশগাড়ি ও পাড়াতলী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২টি একনলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২টি রামদা, ২টি ডেগার, ৪টি ছুরি, ২টি চাপাতি, ৮টি কার্তুজ, ৫ রাউন্ড গুলি, ৩টি দেশীয় বল্লম, ২২টি পটকা, ১টি বুলেট প্রুফ জ্যাকেট, ১টি ছোট ব্যাগ, ২টি বন্দুকের কভার, ১৫টি বাটন ফোন, ৫টি এন্ড্রয়েড মোবাইল, ১টি আইফোন, ১টি মানিব্যাগ সহ একটি এনআইডি কার্ড।
লেফটেন্যান্ট কর্নেল মো: আবু বকর সিদ্দীক আরও জানায়, গ্রেফতারকৃত জালাল এর বিরুদ্ধে দুইটি খুনসহ ৪টি মামলা ও আকরামের বিরুদ্ধে একটি খুন ও অস্ত্র মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।
এসময় নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, আসন্ন নির্বাচনে রায়পুরায় যেনো কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সন্ত্রাসী কার্যক্রম না চালাতে পারে এ বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।