লক্ষ্মীপুর সংবাদদাতা: প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এ প্রতিপাদ্যে র্যালি ও মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার (১ জুন) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ আয়োজন করা হয়।সনাক লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর রফিকুল আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির, শিপ্রা তালুকদার, সদস্য আবুল মোবারক ভূঁইয়া, সুধীর চন্দ্র ঘোষ, শারমিন আক্তার, মনিকা চক্রবর্তী, রাশেদুল ইসলাম, রাজীব হোসেন রাজু ও টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর আবদুর রব খান প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে সামাজিক সচেতনতা প্রয়োজন। এছাড়া প্লাস্টিক রোধে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের যে প্রতিষ্ঠানগুলো পরিবেশ নিয়ে কাজ করে তাদের আরো কার্যকর হতে হবে। পরিবেশ দূষণ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় আমাদের জন্য ভয়াবহ পরিবেশ অপেক্ষা করছে।
গ্রাম-গঞ্জ-শহর
পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে
প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এ প্রতিপাদ্যে র্যালি ও মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)বিশ্ব পরিবেশ দিবস